বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SSvdo | | Editor: Sudipta Samanta ১২ মার্চ ২০২৫ ০১ : ১০Sudipta Samata
হোলিতে মেতে উঠতে প্রস্তুত শহরবাসী। লাল, সবুজ, গেরুয়া রংয়ে দোল বা হোলি উৎসবকে আরও রঙিন করে তুলতে রং-আবিরের পাশাপাশি শহরের বাজারেও দেদার বিক্রি হচ্ছে রং-বেরংয়ের পিচকারি, রঙিন বেলুন, মুখোশ-টুপি ও পরচুলা। এককথায় রংয়ের উৎসবকে কেন্দ্র করে ঝলমল করছে শহর কলকাতা।